পশ্চিমবঙ্গহেডলাইন
কুমারগ্রামে শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্য নারারাথলি গ্রামে একটি শীতল পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির অর্থানুকুল্যে নির্মিত এই পানীয় জল প্রকল্পটি এলাকাবাসীর পানীয় জলের চাহিদা মেটাতে সহায়ক হবে বলে জানা সভাধিপতি।
উপস্থিত ছিলেন কামাক্ষ্যাগুরি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অলেন ঠাকুর, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচিত সদস্যগণ সহ বিশিষ্ট জনেরা।