fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

হাই মাস্ট সৌরবাতি’র উদ্বোধন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের কামাক্ষ্যাগুড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘোড়ামারা চৌপথিতে সৌর শক্তি চালিত উচ্চ বাতি স্তম্ভের উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। বাতি স্তম্ভের উদ্বোধন করে তিনি বলেন এলাকাবাসীর দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে আলিপুরদুয়ার জেলা পরিষদের উদ্যোগে নির্মিত এই বাতি স্তম্ভের উদ্বোধন করা হল।

 

উপস্থিত ছিলেন কামাক্ষ্যাগুরি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান অলেন ঠাকুর সহ বিশিষ্ট ব্যক্তিগন। কামাক্ষ্যাগুড়ি বাজারে যাবার একটি রাস্তা আবার উত্তর পুর্ব দিকে নারারথলি যাবার অপর একটি রাস্তা এসে মিশেছে ঘোড়ামারা চৌপথিতে একত্রিশ /সি জাতীয় সড়কে। জন বহুল এই চৌমাথায় আলো না থাকায় বেশ কয়েকটি দুর্ঘটনা ও প্রানহানির ঘটনা ঘটেছে।আলোর ব্যবস্থা হওয়ায় এখন দুর্ঘটনার আশঙ্কা কমবে বলেও জানান শীলা দাস সরকার । গ্রাম পঞ্চায়েত প্রধান বলেন জেলা পরিষদের এই উদ্যোগে এলাকাবাসী খুশী।

Related Articles

Back to top button
Close