পশ্চিমবঙ্গহেডলাইন
মিউজিক ভিডিও অ্যালবাম ‘ভবতোষ’-এর উদ্বোধন

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ হল সঙ্গীত শিল্পী হিমাদ্রি দেঊড়ির মিউজিক ভিডিও অ্যালবাম ভবতোষ। উল্লেখ্য, হিমাদ্রি দেঊড়ি উত্তরবঙ্গের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। তিনি রাজ্য ভাওয়াইয়া প্রতিযোগিতায় তিনবার প্রথম হয়েছেন। রাজ্য সরকার প্রদত্ত সুধী প্রধান পুরস্কারে ভূষিত এই শিল্পী জানান, এই অ্যালবামের গানগুলি লিখেছেন কবি পীযূষ সরকার। সুর দিয়েছেন তিনি নিজে। মিউজিক অ্যারেঞ্জ করেছেন কলকাতার বিখ্যাত দোহার ব্যান্ডের অমিত সুর। কামতাপুরি ও রাজবংশী ভাষায় রচিত অ্যালবামের গানগুলি সফট্ রক ঘরানার। শিল্পী বলেন, পরীক্ষামুলক এই গানগুলির মাধ্যমে মানুষ তার অতীত ঐতিহ্য ও শেকড়ের সন্ধান পাবে। অ্যালবামটি নতুন প্রজন্ম ও আপামর মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করবে বলে আশাবাদী তিনি।