শিশু মিত্র কেন্দ্রের উদ্বোধন কুমারগ্রামে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের তুরতুরি খন্ড গ্রাম পঞ্চায়েত দফতরে বুধবার উদ্বোধন হল একটি শিশু মিত্র কেন্দ্রের। উদ্বোধন করেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। গ্রাম পঞ্চায়েত ও সিনি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে এই কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে।
আরও পড়ুন: ‘মমতা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে’: বিজেপির বিশেষ পর্যবেক্ষক বিনোদ সনকর
উপস্থিত ছিলেন কুমারগ্রাম ব্লকের জয়েন্ট বিডিও জয়ন্ত রায়, পঞ্চায়েত সমিতির শিশু ও নারী কল্যান দফতরের কর্মাধ্যক্ষ জুলি লামা, গ্রাম পঞ্চায়েত সচিব বিপ্লব সাহা, স্বাস্থ্য কর্মী সহ কিশোরী বাহিনীর কিশোরীরা। ১৪ থেকে ২০ নভেম্বর শিশু সুরক্ষা সপ্তাহে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে শিশু পাচার, শিশু বিবাহ, শিশু শ্রম প্রতিরোধে সকলকে সচেতন হবার আবেদন জানান। স্বেচ্ছাসেবী সংগঠনের আলিপুরদুয়ার জেলা কো অর্ডিনেটর বিমান চৌধুরী ও কুমারগ্রাম ব্লক কো অর্ডিনেটর অসিত শিকদার জানান গ্রাম পঞ্চায়েত ও তাদের সংগঠন তুরতুরি খন্ড গ্রাম পঞ্চায়েত এলাকাকে শিশু মিত্র পঞ্চায়েত হিসাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন।