পশ্চিমবঙ্গহেডলাইন
দুটি বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন কুমারগ্রামে

সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম: কুমারগ্রাম ব্লকের বারোবিশা ও কামাক্ষ্যাগুড়িতে দুটি বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হল লক্ষ্মী পুজোর দিন। কেন্দ্র দুটির উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান গার্গী নারজিনারি। বারোবিশা কেন্দ্রটি কুমারগ্রাম দুয়ার পুর্ব মন্ডল অবর বিদ্যালয় পরিদর্শক এর দফতর সংকোষ ভবনে ও কামাক্ষ্যাগুড়ির কেন্দ্রটি কুমারগ্রাম অবর বিদ্যালয় পরিদর্শক এর দফতরে অবস্থিত।
আরও পড়ুন: নবি দিবসে সম্প্রীতি বার্তা সমাজ সেবির
গার্গী দেবী জানান, এই কেন্দ্র দুটি থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের তথ্য জানা বা বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করতে পারবেন সাধারন মানুষ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা।