করোনায় ধাক্কা খেল পাইলটের ‘উড়ান’, আক্রান্ত রাজস্থান কংগ্রেসের শীর্ষ নেতা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনায় আক্রান্ত হলেন প্রাক্তন সাংসদ এবং রাজস্থানের কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা তথা বিধায়ক শচীন পাইলট । বৃহস্পতিবার টুইট করে নিজেই জানালেন সেকথা। পাশাপাশি যে ব্যক্তিরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছেন তাঁদেরও করোনা পরীক্ষা করানোর আবেদন জানান কংগ্রেসের অন্যতম জনপ্রিয় এই নেতা। বর্তমানে চিকিৎসকদের পরামর্শ মতোই তাঁর চিকিৎসা চলছে।
I have tested positive for Covid 19.
Anyone who may have come in contact with me over the last few day, please get yourselves tested.
Am taking appropriate doctoral advice. Hope to recover soon.
— Sachin Pilot (@SachinPilot) November 12, 2020
নিজের টুইটার হ্যান্ডেল থেকে শচীন পাইলট লেখেন, ‘‘আমি করোনা পজিটিভ। গত কয়েকদিনে যাঁরাই আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের করোনা পরীক্ষা করিয়ে নেবেন। চিকিৎসকদের পরামর্শ মেনেই চলছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব।’’ এরপরই চিন্তায় পড়ে যান তাঁর সমর্থকরা। গোটা দেশের অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে টুইট করেন।