রাহুল গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভে উত্তাল কলকাতা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রাহুল গান্ধীকে গ্রেফতারের প্রতিবাদে উত্তাল কলকাতা। বৃহস্পতিবার বিকেলে প্রদেশ কংগ্রেসের তরফে কলেজ স্ট্রিটে বিক্ষোভের ডাক দেওয়া হয়।
হাথরাসে মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখার জন্য বৃহস্প তিবার দুপুরে দিল্লি থেকে গাড়ি করে রওনা দেন রাহুল ও প্রিয়াঙ্কা। তার আগেই হাথরাসে ১৪৪ ধারা জারি করে দেওয়া হয়। রাহুলকে ধাক্কা মেরে ঠেলে ফেলে দেওয়ারও অভিযোগ করা হয়। এরপরই গ্রেফতার করা হয় রাহুলকে।
বিক্ষোভকারীদের অভিযোগ, রাহুল গান্ধীকে অন্যায় ভাবে গ্রেফতার ও খুনের চক্রান্ত করা হয়েছে। ছাত্র – যুবদের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়। পোড়ানো হয় মোদির কুশপুতুল।
এই ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী বলেন, “হাতরস কান্ড মানবিকতার জন্য লজ্জা ও অপমান, এক নিষ্ঠুর বর্বরতার জ্বলন্ত সাক্ষী, মোদিজীর নয়া ভারত, গণধর্ষণ ও পাশবিক অত্যাচারের শিকার হাথরসের মেয়েটির মুখাগ্নি করার অধিকার বাড়ির লোকের কাছ থেকে কেড়ে নেয়। পাশাপাশি বাংলায় নারী নিরাপত্তা নিয়েও রাজ্যকে কাঠগড়ায় তোলেন অধীর।