
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আবারও একবার রাতের শহরে নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নিউটাউনে। ইতিমধ্যেই এই ঘটনার পরে ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। আর অভিযোগ পেয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
নিউটাউনের রাম মন্দিরের কাছে একটি নির্জন এলাকায় ওই নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, একজন যুবক ওই নাবালিকার পূর্ব পরিচিত ছিল। সেই নাবালিকাকে বাড়ি থেকে ডেকে আনে। তারপর চারজনে মিলে তাকে জোর করে একটি মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার পরে বাড়ি এসে বাবা-মাকে সব জানায় ওই নাবালিকা। তারপরেই ইকো পার্ক থানায় অভিযোগ দায়ের করে তার পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্ত চারজনকেই গ্রেফতার করে পুলিশ।
জানা গিয়েছে, অভিযুক্তদের আজ বারাসাত আদালতে তোলা হবে। অভিযুক্তদের নিজেদের হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে। তাদের জিজ্ঞাসাবাদ করে এই গণধর্ষণ কাণ্ডে আর কেউ জড়িত আছে কি না তার খোঁজ চালাবে পুলিশ। কিন্তু এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে রাতের শহরের নিরাপত্তা।