গুরুত্বপূর্ণদেশহেডলাইন
প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ ঘোষণা হতেই ডলারের তুলনায় বাড়ল টাকার দাম
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী আর্থিক প্যাকেজ ঘোষণা হতেই ডলারের তুলনায় বেড়ে গেলো টাকার দাম। আর্থিক প্যাকেজ ঘোষণা করতেই ২১ পয়সা বাড়ল টাকার দাম। বুধবার সকালে ডলার সঙ্গে টাকার বিনিময়মূল্য দাঁড়ায় ৭৫.৩০ টাকা।
বুধবার সকালে ডলার ও রুপির এক্সচেঞ্জ রেট শুরু হয় ৭৫.৩১ টাকা দিয়ে। পরে তা গিয়ে দাঁড়ায় ৭৫.৩০ টাকায়। মঙ্গলবার রুপি ও ডলারের বিনিময় মূল্য ছিল ৭৫.৫১ টাকা।
তৃতীয় দফার দফার লকডাউন শেষ হচ্ছে ১৭ মে। এরমধ্যে চতুর্থ দফার লকডাউন যে হবে তা স্পষ্ট করে দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে তা হবে একেবারে নতুন নিয়মে। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের পরামর্শ করেই লকডাউনের রূপরেখা তৈরি হবে বলে জানিয়েছেন মোদি।
এদিকে, মঙ্গলবারই প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দেশের অর্থনীতিকে টেনে তোলার জন্য ২০ লাখ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন।