বিশ্বকর্মা পুজোয় অশালীন আচরণ, মদের টাকা না পেয়ে যুবককে বেধড়ক মারধর পুজো উদ্যোক্তাদের

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: বিশ্বকর্মা পুজোয় অশালীন আচরণ। মদের টাকা না পাওয়ায় যুবককে মারধর। আক্রান্ত যুবক হাসপাতালে চিকিৎসাধীন।বসিরহাট মহকুমার হাসনাবাদ থানা ঘুনি গ্রামের ঘটনা। গতকাল বৃহস্পতিবার রাতে
বছর বিয়াল্লিশের দিব্যেন্দু করণ তার কাছে পুজোর উদ্যোক্তারা মদ খাওয়ার জন্য টাকা চায়। না দিতে পারায় ওই যুবককে বাস লোহার রড দিয়ে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।
যুবককে আশঙ্কাজনক অবস্থায় টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত যুবকের অভিযোগ বিশ্বকর্মা পূজা উপলক্ষ্যে আমার কাছে ওরা মদ খাওয়ার জন্য চাপ দিচ্ছিল। আমি প্রতিবাদ করি, পাশাপাশি টাকা না দিতে পারায় আমাকে বেধড়ক মারধর করেছে। এই ঘটনার জন্য গ্রামে উত্তেজনা তৈরি হয়েছে। বেশ কয়েকজনের বিরুদ্ধে হাসনাবাদ থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্ত যুবক। পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।