স্বাধীনতা দিবসে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনে অনুষ্ঠান পালিত দিনহাটায়
নিজস্ব সংবাদদাতা, দিনহাটা: করোনা মহামারীকে মাথায় রেখে স্বাধীনতা দিবসে সামাজিক দূরত্ব বজায় রেখে অনলাইনে অনুষ্ঠান আয়োজিত হল দিনহাটায়। অসম ও বাংলার শিল্পীদের নিয়ে নটরাজ মিউজিক কলেজের উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এদিন কলেজের অধ্যাপিকা রিনা দেবনাথের নির্দেশনায় অনলাইনে অনুষ্ঠানকে ঘিরে বেশ উৎসাহ লক্ষ্য করা যায় শিল্পীদের মধ্যে। করোনা আবহের মধ্যেও অনলাইনে এদিনের এই অনুষ্ঠানে অংশ নেয় জীবর্না দে, সুপর্ণা বর্মন, আয়ুশি সাহা, নিবেদিতা দেবনাথ প্রমুখ।
দিনহাটা শহরের বাবু পাড়া এলাকায় রাজকুমারী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করেন স্কুলের শিক্ষিকারা। এদিন স্কুল প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষিকা পৌষালী দত্ত। এরপর দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিক্ষিকারা।
[আরও পড়ুন- আরামবাগে বিজেপি কর্মী খুনের প্রতিবাদ, পথ অবরোধ বিজেপির]
দিনহাটার কৃষি মেলা এলাকায় তৃণমূলের দিনহাটা ১ ব্লক কার্যালয় রবীন্দ্র ভবনের সামনে শ্রদ্ধার সাথে স্বাধীনতা দিবস পালিত হয়। সেখানে উপস্থিত ছিলেন সিতাই বিধানসভা কার্যকরী কমিটির যুগ্ম আহ্বায়ক প্রসন্ন দেবশর্মা, দিনহাটা ১ ব্লক সভাপতি পুলক চন্দ্র বর্মন, দলের কৃষক সংগঠনের ব্লক সভাপতি পার্বনন্দ বর্মন, মহিলা সংগঠনের দিনহাটা ১ ব্লক সভাপতি প্রতিমা রায় সরকার, মোশারফ হোসেন প্রমুখ।