আন্তর্জাতিকদেশবাংলাদেশহেডলাইন
ঢাকায় ৭৪ তম স্বাধীনতা দিবস পালন ভারতীয় হাই-কমিশনের
যুগশঙ্খ প্রতিবেদন, ঢাকা: যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করেছে ঢাকা অবস্থিত ভারতীয় হাইকমিশন।শনিবার সকালে কমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে পতাকা উত্তোলন, রাষ্ট্রপতির ভাষণ পাঠ ও বৃক্ষ রোপণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এদিন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ সকালে হাইকমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তিনি জাতির উদ্দেশে দেওয়া রাষ্ট্রপতির ভাষণ পাঠ করেন।
দিবসটি স্মরণীয় করে রাখতে ভারতীয় হাইকমিশনার একটি কদম গাছের চারা রোপণ করেন।
এবার করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে দিবসটি পালন করেছে কর্তৃপক্ষ। তবে দিবস উপলক্ষে ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিকরা কোভিড মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রাখার প্রয়োজনীয়তার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ অনুষ্ঠানে অংশ নেন।