৭৪ তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি তুঙ্গে রাজধানীতে
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: শনিবার স্বাধীনতা দিবস। এর আগে প্রস্তুতি পর্ব তুঙ্গে রাজধানী দিল্লিতে। দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসের আগে কঠোর নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে লাল কেল্লা চত্বর। করোনার জন্য এইবছর স্বাস্থ্যবিধি মেনে লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করা হবে। উল্লেখ্য, করোনা আবহের মধ্যে রয়েছে গোটা দুনিয়া। করোনা থাবায় জর্জরিত ভারতও। এরমধ্যে করোনার কারণে স্বাস্থবিধি মেনেই পালন করা হবে স্বাধীনতা দিবস।
[আরও পড়ুন- স্বাধীনতা দিবসের আগেই জম্মু-কাশ্মীরে শহিদ ২ পুলিশ কর্মী]
মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দুরত্ব মেনেই অনুষ্ঠিত হবে এই বছরের স্বাধীনতা দিবস। এদিন সকালে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনার ২২ জন সেনা ও আধিকারিক প্রধানমন্ত্রীকে অভিবাদন জানাবেন। দিল্লি পুলিশ এবং এনসিসি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে অভিবাদন জানাবেন।
শনিবার লালকেল্লায় কুচকাওয়াজে অন্যান্য বছ্রের মতন উপস্থিত থাকবেন জওয়ানরা। জেসন জওয়ানরা উপস্থিত থাকবেন, তাঁদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হবে আগেই। এদের মধ্যে যাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসবে তাঁরাই কুচকাওয়াজে অংশগ্রহণ করতে পারবেন।