fbpx
দেশহেডলাইন

অনলাইনে এফআইডিই দাবা অলিম্পিয়াডে যুগ্ম বিজয়ী ভারত ও রাশিয়া

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অনলাইনে এফআইডিই দাবা অলিম্পিয়াডে যুগ্ম বিজয়ী হল ভারত ও রাশিয়া। এই প্রথম এই অলিম্পিয়াড অনলাইনে আয়োজিত হয়েছিল। ভারত এই প্রথম এফআইডিই দাবা অলিম্পিয়াডের ফাইনালে উঠেছিল। এর আগে এই প্রতিযোগিতাতেই ২০১৪–য় ব্রোঞ্জ জিতেছিল ভারত। ভারত অনলাইন দাবা অলিম্পিয়াডে স্বর্ণপদক জেতায় খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।

প্রথমে রাশিয়াকে বিজয়ী ঘোষণা করা হয়। কিন্তু ভারত আপিল করে। ভারতের আপিল খতিয়ে দেখার পর এফআইডিই–র সভাপতি আর্ক্যাডি ভোরকোভিচের সিদ্ধান্তে দুটি দেশকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করা হয়। ফাইনালের প্রথম রাউন্ডে ভারত এবং রাশিয়া, দুপক্ষই ছয়টি গেমে ছয়টি ড্র করে ৩–৩ পয়েন্টে শেষ করে। প্রথম রাউন্ডে ফেভারিট হয়েই শুরু করেছিল রাশিয়া। কিন্তু অভিজ্ঞ বিশ্বনাথন আনন্দের কাঁধে ভর করে রাশিয়ার সমান সমান পয়েন্ট তুলে ওই রাউন্ড ড্র করে ভারত। দ্বিতীয় রাউন্ডে আচমকা নিহাল এবং দিব্যা তাঁদের বোর্ডের সঙ্গে নেট যোগাযোগ হারিয়ে ফেলেন এবং কোনও দান দিতে না পারায় নির্দিষ্ট সময়ের মধ্যে পিছিয়ে পড়েন। অথচ তাঁদের দুই প্রতিদ্বন্দ্বী পোলিনা শুভালোভা এবং আন্দ্রে এসিপেঙ্কোর ঘড়িতে তখনও ১.‌২২ মিনিট এবং ১‌১ মিনিট বাকি ছিল। কারণ সব গেমই খেলা হয় ২৫ দানে।

তৃতীয় বোর্ডে কনেরু হাম্পি আলেক্সান্দ্রা গোরিয়াচকিনার কাছে ৮৮ দানে হারেন। তখনই ভারত আপিল করে। এফআইডিই–র সভাপতি আর্ক্যাডি ভোরকোভিচ রাশিয়ার নাগরিক হওয়ায় ভারতের আপিল খতিয়ে দেখেন আমেরিকার নাগরিক তথা আইও এম খোডারকোভস্কি এবং সার্বিয়ার নাগরিক তথা আইএ সাভা স্টোই সালজেভিচ। তদন্তের পর ভোরকোভিচ দুই দলকেই যুগ্ম বিজয়ী ঘোষণা করেন।

Related Articles

Back to top button
Close