
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রথম টি-২০তে অস্ট্রেলিয়াকে ১১ রানে পরাজিত করল টিম ইন্ডিয়া। শুক্রবার ক্যানবেরার ম্যানুকা ওভালে টসে জিতে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে কোহলি ব্রিগেড। এদিন ব্যাট করতে নেমে ২৩ বলে ৪৪ রানের অন্যবদ্য ইনিংস খেলেন রবীন্দ্র জাদেজা। তাঁকে উইকেটে যোগ্য সঙ্গ দেন সঞ্জু স্যামসন।পরিবর্তে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৫০ রানেই গুটিয়ে যায় ফিঞ্চ-স্মিথদের ইনিংস।
অসিদের হয়ে ১২ বলে ৩৫ সর্বোচ্চ রান করেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেন মহম্মদ সামি ৩৮ রানে ৩ উইকেট ও ৩০ রানে ৩ উইকেট নেন নটরাজন।