গুরুত্বপূর্ণদেশহেডলাইন
করোনাযুদ্ধে বড়সড় সাফল্য ভারতের, সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনাযুদ্ধে বড়সড় সাফল্য পেল ভার। ভারতে করোনা সুস্থতার হার প্রায় ৯০ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের বেশি। গত ২৪ ঘন্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা ৫৭৮ জন। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা মোট ৭৮.৬ লাখ। মৃত্যুসংখ্যা ছুঁয়েছে ১,১৮,৫৩৪।
অন্যদিকে কেরালার করোনা আক্রান্তের সংখ্যা ফের ঊর্ধ্বমুখী। কিন্তু মহারাষ্ট্র, কর্ণাটক এবং তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কমতে শুরু করেছে।
কিন্তু করোনায় আশঙ্কার দিকে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা গত ২৪ ঘণ্টায় ৪১৪৮। মৃতের সংখ্যা ৫৯। একদিনে কলকাতায় আক্রান্ত ৮৯৫। কিন্তু বাংলায় এই উৎসব মরশুমে করোনা আক্রান্তের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।