গুরুত্বপূর্ণদেশহেডলাইন
করোনা মোকাবিলায় অনেকটাই সফল ভারত, অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থতার হার সাড়ে তিনগুণ বেশি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা মোকাবিলায় ফের সাফল্য মোদি সরকারের। করোনায় অ্যাক্টিভ কেসের তুলনায় সুস্থতার হার সাড়ে তিনগুণ বেশি।
ভারতে বর্তমানে সুস্থতার হার ৭৬ শতাংশ পেরিয়েছে, এমনই জানিয়েছে দেশের স্বাস্থ্যমন্ত্রক। করোনায় সুস্থ হয়েছেন ২৪,৬৭,৭৫৮ জন।
শেষ ২৪ ঘণ্টায় ৬৩,১৭৩ জনের সুস্থ হওয়ার ঘটনায় এখনও অবধি মোট সুস্থ হয়েছে ২৪,৬৭,৭৫৮ জন।
উল্লেখ্য, চলতি বছরের শেষের দিকে ভারতে পৌঁছে যেতে পারে করোনা ভাইরাসের ভ্যাকসিন। দেশে তৈরি তিনটি ভ্যাকসিনের মধ্যে একটির ক্লিনিক্যাল ট্রায়াল তৃতীয় পর্যায়ে রয়েছে। আশা করি চলতি বছরের শেষে উৎপাদন শুরু করতে পারবো, এমনটাই আশাপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।