fbpx
আন্তর্জাতিকদেশহেডলাইন

রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল ভারত 

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়সে মৃত্যু হয়েছে রানির। শোকস্তব্ধ গোটা বিশ্ব। রানির প্রয়াণে একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে ভারত। ১১ সেপ্টেম্বর, রবিবার জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। দেশের সরকারি অনুষ্ঠান হওয়া বন্ধ রাখা হবে।

প্রয়াত রানি এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ। ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে একটি ওপেন বুকও রাখা হয়েছে। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রানি এলিজাবেথকে।

প্রধানমন্ত্রী বলেন, “রানি এলিজাবেথের ব্যক্তিত্ব ও গাম্ভীর্য ও সাধারণ মানুষের জীবনে প্রভাব ছিল অনস্বীকার্য।”

শুক্রবারই স্কটল্যান্ডের বালমোরাল রাজপ্রাসাদ থেকে রানির মরদেহ বাকিংহ্যাম প্যালেসে নিয়ে যাওয়া হয়। ওয়েস্টমিনস্টার হলে রানির দেহ রাখা থাকবে। আগামী তিনদিন তাঁকে শ্রদ্ধা জানাবে সাধারণ মানুষ। পরে শেষকৃত্য হবে, সেই সম্পর্কে এখনও কিছু জানায়নি বাকিংহাম প্যালেস।

 

 

 

Related Articles

Back to top button
Close