
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: হাড্ডাহাড্ডি ম্যাচে ফিঞ্চদের হারিয়ে টি-টোয়ান্টি সিরিজ নিজেদের পকেটে পুরলো কোহলি ব্রিগেড। রবিবার সিডনিতে দ্বিতীয় টি-২০তে টসে জিতে প্রথম ব্যাট করতে নামে স্মিথ-ফিঞ্চরা। অসি ব্যাটসম্যানদের দাপুটে ব্যাটিংয়ে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়া তোলে ১৯৪। পরিবর্তে ব্যাট করতে নেমে ১৯.৪ বলে ৬ উইকেট হাতে থাকতেই প্রয়োজনীয় রান তুলে নেয় মেন ইন ব্লুজ’রা। বুমরার অনবদ্য ২২ বলে ৪২ ও শ্রেয়স আইয়ার ১২ রানে অপরাজিত থেকে ক্রিজে। ওয়ান ডে তে পড়াজয় হলেও টি২০তে সিরিজ পকেটস্থ করার ফলে টেস্ট সিরিজের আগে মানসিকভাবে কিছুটা হলেও এগিয়ে থাকবে কোহলিরা-পান্ডিয়ারা, এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল।