fbpx
দেশহেডলাইন

অবশেষে ইউক্রেনের সুমিতে আটক পড়ুয়াদের উদ্ধার ভারতের

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ সম্প্রতি ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছিল যুদ্ধ বিধ্বস্ত দেশের সুমিতে আটকানো ভারতীয়দের বিষয়ে। রাশিয়ার প্রেসিডন্ট পুতিনের সঙ্গেও কথা হয়। সেই মতো নিরাপদে সরে যাওয়ার জন্য খারকিভ সহ চারটি দেশে যুদ্ধ বিরতি ঘোষণা করা হয়। এবার সুমিতে আটকানো ভারতীয়রা নিরাপদে ফিরলেন। এমনটাই জানানো হয়েছে কেন্দ্র সরকারের তরফে। মানবিক করিডরের মধ্যে দিয়ে রাশিয়া-বেলারুশ সীমান্ত ধরে সুমিতে আটকে থাকা সমস্ত ভারতীয়দের উদ্ধার করে বের করে আনা হয়েছে। সুমিতে আটকে ছিলেন প্রায় ৭০০ পড়ুয়া। এরাই ফিরলেন এবার।

মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী সাংবাদিকদের জানান, যে ৬৯৪ জন ভারতীয় পড়ুয়া ইউক্রেনের সুমিতে আটকে ছিল, তাদের উদ্ধার করে আনা হয়েছে। সুমি থেকে তারা পোলটোভার উদ্দেশে বাসে করে রওনা দিয়েছে। তিনি বলেন, “গতকাল রাতেও আমি কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করি এবং জানতে পারি যে সুমিতে ৬৯৪ জন ভারতীয় আটকে রয়েছে। আজ (মঙ্গলবার) তারা সকলে বাসে করে পোলটোভার উদ্দেশে রওনা দিয়েছে”। বিদেশমন্ত্রকের তরফেও টুইটে জানানো হয়েছে যে পোলটোভা থেকে পড়ুয়ারা ট্রেন উঠে পশ্চিম ইউক্রেনে পৌঁছবে, যা আপাতভাবে দেশের বাকি  অংশের তুলনায় সুরক্ষিত বলেই মনে করা হচ্ছে। সুমি ছাড়াও ইরপিনে আটকে থাকা ভারতীয়দের গ্রিন করিডরের মাধ্যমে উদ্ধারের কথাও জানিয়েছে বিদেশমন্ত্রক। টুইটে ভারতীয় পড়ুয়াদের বাসযাত্রীর ভিডিয়ো পোস্ট করে বলা হয়েছে, “রাশিয়া ইউক্রেনে মানবিক করিডর তৈরির যে প্রস্তাবে সম্মতি দিয়েছিল, তার অধীনেই ভারতীয়দের উদ্ধার করে আনা হচ্ছে।”

প্রায় ১৫দিনে পড়তে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।ভারতীয়দের ফেরানো নিয়ে ‘অপারেশন গঙ্গা’ কর্মসূচির মাধ্যমেই কাজ করে চলেছে কেন্দ্র সরকার।

 

Related Articles

Back to top button
Close