
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: করোনা ভাইরাসের ২০০ কোটিরও বেশি টিকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। চিনের পর ভারত দ্বিতীয় দেশ হিসেবে এই লক্ষ্যমাত্রা ছুঁয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে লেখেন, ‘এটি টিকাদান কোভিডের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইকে শক্তিশালী করেছে। ’ ভারতের বেশ কয়েকটি রাজ্যে নতুন করে ভাইরাসটির সংক্রমণ বাড়ার মধ্যে নয়াদিল্লি এই ঘোষণা করেছে।
কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোকে করোনা সংক্রমণের ওপর নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে। এ ছাড়া ভারত তৃতীয় ধাপের টিকা (বুস্টার) দেওয়ার কাজও এগিয়ে নিতে চাইছে।
গত সপ্তাহে ভারত সরকার আগামী ১৫ আগস্ট পর্যন্ত সব প্রাপ্তবয়স্ক মানুষের জন্য বিনা মূল্যে বুস্টার টিকাদান কর্মসূচি শুরু করেছে। দেশের ৭৫তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে। সেই টিকাদান জোর কদমে চলছে।
গত সপ্তাহে হিন্দুস্তান টাইমসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ভারতে প্রায় ৯২ শতাংশ নাগরিক বুস্টার টিকা গ্রহণের উপযোগী। কিন্তু তারা এখনও তা নিতে পারেননি। এ অবস্থায় দেশ বুস্টার টিকাদান প্রক্রিয়া আরো এগিয়ে নিতে চাইছে। দেশে গত জানুয়ারিতে বুস্টার টিকাদান কর্মসূচি শুরু করার পর এখন পর্যন্ত সাড়ে পাঁচ কোটি মানুষ তা নিয়েছে।