fbpx
আন্তর্জাতিকদেশহেডলাইন

বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ ভারত, একটি সমীক্ষা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে এগিয়ে এল ভারতের নাম। যুক্তরাষ্ট্র, চিন, জাপান এবং জার্মানির পরেই রয়েছে ভারত। ২০২১ সালের শেষ তিন মাসে যুক্তরাজ্যকে ছাড়িয়ে গিয়ে এই স্থানে এসেছে দেশটি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের জিডিপি পরিসংখ্যান অনুসারে চলতি বছরের প্রথম তিন মাসেও পঞ্চম স্থানে আছে ভারত। এই তিন মাসে দেশটির অর্থনীতির আকার ছিল ৮৫৪ বিলিয়ন ডলার। আর যুক্তরাজ্যের অর্থনীতির আকার ৮১৬ বিলিয়ন ডলার।

তালিকার সব দেশের অর্থনীতির আকার মার্কিন ডলারের উপর ভিত্তি করে করা হয়েছে।

যুক্তরাষ্ট্র, চিন, জাপান এবং জার্মানির পরেই এখন ভারতের অবস্থান। এক দশক আগে তাদের অবস্থান ছিল ১১তম।

আন্তর্জাতিক Ranking যুক্তরাষ্ট্রের এমন পতন নতুন প্রধানমন্ত্রীকে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কনজারভেটিভ পার্টির সদস্যরা প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি বেছে নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রী লিজ ট্রাস প্রাক্তন চ্যান্সেলর ঋষি সুনাককে পরাজিত করবেন বলে মনে করা হচ্ছে।

লিজ ট্রাস ও ঋষি সুনাকের মধ্যে বিজয়ীজনকে চার দশকের মধ্যে উচ্চতম মুদ্রাস্ফীতি এবং মন্দার ঝুঁকি মোকাবেলা করতে হবে। ব্যাঙ্ক অব ইংল্যান্ড বলছে, এই মন্দা ২০২৪ সাল পর্যন্ত চলতে পারে।

বিপরীতে, ভারতীয় অর্থনীতির জন্য এই বছর ৭ শতাংশের বেশি বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে। পুঁজিবাজারের হিসেবে এমসিসিআই ইমার্জিং মার্কেট সূচকে বর্তমানে চিনের পরেই ভারতের অবস্থান রয়েছে।

 

 

 

Related Articles

Back to top button
Close