
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: লকডাউনে কারণে দেশের সমস্ত কল কারখানা বন্ধ রয়েছে। বন্ধ ছিল বাস ট্রেন সহ সমস্ত যানবাহন। কিন্তু তার পরেও চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। সম্প্রতি সদ্য প্রকাশিত একটি রিপোর্টে দেখা যাচ্ছে ইতিমধ্যেই বিশ্বের সর্বাধিক দূষিত দেশের তুলনায় দ্বিতীয় স্থানে উঠে এসছে ভারত।
চলতি বছরেই একাধিক রিপোর্টে দেখা গেছে বিশ্বে সর্বাধিক দূষিত ২০ টি শহরের মধ্যে ১৪টিই রয়েছে ভারতে। একইসাথে বিশ্বের সর্বাধিক দূষিত রাজধানী শহরের মধ্যে শীর্ষে দিল্লি। এদিকে প্রতিবছরই বায়ুদূষণের কারণে ক্রমেই আরও খারাপ অবস্থা হচ্ছে ভারতের রাজধানীর। এদিকে বায়ুদূষণের কারণে উদ্বেগ বাড়ছে চেন্নাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা এবং মুম্বইয়েরও।
বর্তমানে সর্বাধিক দূষিত শহরের তালিকায় দিল্লিকে জোর টক্কর দিচ্ছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউ। সেখানেই দূষণের পরিমাণ রীতি মতো উদ্বেগেরক কারণ হয়েছে দাঁড়াচ্ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। সূত্রের খবর, বর্তমানে লখনউ বিশ্বস্বাস্থ্য সংস্থার গাইডলাইনের থেকেও ১১ গুণ বেশি দূষিত হয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। এই দূষণ অব্যাহত থাকলে লখনউয়ের বাসিন্দাদের আয়ু প্রায় ১০.৩ বছর করে কমবে বলে জানাচ্ছেন গবেষকেরা।
এদিকে শিকাগো বিশ্ববিদ্যালয়ের এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সের এনার্জি পলিসি ইনস্টিটিউট গবেষণায় ভারতের বায়ু দূষণ সম্পর্কিত ভয়াবহ তথ্য উঠে আসছে। এই গবেষণায় দেখা যাচ্ছে শুধুমাত্র দূষিত পরিবেশের জন্য প্রতি ভারতীয়ের গড় বয়স ৫.২ বছর করে কমে যাচ্ছে। যা শুনে চোখ কপালে তুলছেন বেশিরভাগ পরিবেশবিদই।