‘তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারত অনেকটাই এগিয়ে গিয়েছে’, Tech Summit-এ বললেন প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার বেঙ্গালুরুতে টেক সামিটে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, ‘দেশ এখন অনেক বেশি প্রযুক্তি নির্ভর হয়েছে। এদিন তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতিতেই প্রতিভা বাইরে আসে। কঠিন পরিস্থিতির মধ্যে না পড়লে হয়তো অনেকে উপলব্ধি করতেই পারেন না তাদের প্রতিভা কতটা।’
India is uniquely positioned to leap ahead in the information era. We have the best minds as well as the biggest market. Our local tech solutions have the potential to go global. It is time for tech-solutions that are Designed in India but Deployed for the World: PM Narendra Modi pic.twitter.com/MPWutvTV3O
— ANI (@ANI) November 19, 2020
Tech Summit-এ প্রধানমন্ত্রী আরও বলেন, করোনা অতিমারি কোনও কিছুর শেষ নয়, রাস্তায় একটা বাধা মাত্র। গোটা বিশ্বজুড়ে Travel Restriction-র জন্য মানুষ তাদের বাড়িতে থেকে কাজ করতে বাধ্য হয়েছেন। যেখানে তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মীরা নিজেদের আরও সূচারুভাবে মেলে ধরেছেন বলেই মনে করেন তিনি। এই পরিস্থিতির জন্যই গোটা বিশ্বজুড়ে মানুষ তথ্যপ্রযুক্তির সঙ্গে এতটা একাত্ম হতে বাধ্য হয়েছেন, যা গত কয়েক দশকে হয়তো হয়নি।
আরও পড়ুন: ভয়াবহ বিস্ফোরণে কাঁপল মালদার প্লাস্টিক কারখানা, মৃত কমপক্ষে ৪
তিনি আরও বলেন, বর্তমানে তথ্য ও প্রযুক্তির এক নতুন যুগের মধ্যে দিয়ে চলেছি আমরা। যা আগামী দিনেও আরও বাড়বে। Industry Era আগে ছিল, এখন আমরা Information Era -র মধ্যে দিয়ে গোটা বিশ্ব চলছে বলেই মনে করেন প্রধানমন্ত্রী।