যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশে হু হু করে বেড়েই চলেছে করোনার প্রকোপ। ভারতে এই মারণ ভাইরাসের কারণে প্রতিদিন শয়ে শয়ে মানুষের মৃত্যু ঘটছে। এরই মাঝে ঠিক যেন স্বস্তির খবর নিয়ে এল এক গবেষণা ৷ ম্যাথামেটিক্যাল মডেলের সাহায্যে হওয়া এইগবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর মাসেই নাকি করোনা থেকে একেবারে মুক্তি পেতে চলেছে ভারত ! অনলাইন জার্নাল এপিডিমিওলজি ইন্টারন্যাশনালে প্রকাশিত হওয়া এই গবেষণাটি করেছেন ডক্টর অনিল কুমার ডেপুটি ডিরেক্টর জেনেরাল (পাবলিক হেলথ) এবং রুপালি রায় ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর৷ ওয়ার্ডও মিটার ইনফরমেশন-এর থেকে পাওয়া গোটা বিশ্বের সংখ্যা নিয়েই এই গবেষণাপত্র তৈরি করা হয়েছে ৷
আরও পড়ুন: করোনায় বিশ্বে মৃত ৪ লক্ষাধিক, আক্রান্ত প্রায় ৭০ লাখ
এই গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, যখন আক্রান্তের সংখ্যা সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এবং মৃত্যুর সংখ্যার অনুপাত একই রেখায় থাকবে, তখন ধীরে ধীরে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যাবে ৷ গবেষণা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এই মুহূর্তে দেশের আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর সংখ্যা এবং সুস্থ হয়ে যাওয়ার সংখ্যার দিকে নজর রাখলে, মোটামুটি সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে এই সম্ভাবনার আশা করছেন গবেষকরা ৷