লাদাখের উত্তপ্ত বাতাবরণের মধ্যে আটক করা চিনা সেনাকে ফিরিয়ে দিল ভারত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আটক হওয়া চিনা সেনাকে চিনের হাতে তুলে দিল ভারত। লাদাখ ও চিনের মধ্যে তৈরি উত্তপ্ত বাতাবরণের পরিস্থিতিতে সোমবার লাদাখের ডেমচোক এলাকায় চিনের পিপলস লিবারেশন আর্মির এক সৈনিক প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডের মধ্যে ঢুকে পড়েন। তাকে আটক করেন ভারতীয় সেনারা। ধৃত ওই চিনা সেনার নাম ওয়াং ইয়া লং। তাকে দীর্ঘক্ষণ জেরা করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। জেরার মুখে ওই সৈনিক জানিয়েছেন চিনের ষষ্ঠ মোটোরাইজড ডিভিশনের সৈনিক তিনি। তাঁর চামরি গাই খোয়া গিয়েছে। সেটি খুঁজতে বেরিয়েছিলেন।
প্রাথমিকভাবে ভারতীয় সেনা জানিয়েছে, ওই সেনার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক নথি পাওয়া গিয়েছে। তবে খুব সম্ভবত অনিচ্ছাকৃতভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে ওই সেনা জওয়ান ওয়াং ইয়া লং। তবে চরবৃত্তির তথ্য উড়িয়ে দিচ্ছে না ভারত।
গতকাল তাঁকে আটক করার পর পিএলএ-র ওই সেনাকে অক্সিজেন, খাবার এবং গরম পোশাক দেওয়া হয়। এমনকী তাঁর তাঁর চিকিৎসারও ব্যবস্থাও করে ভারতীয় সেনা।
আরও পড়ুন:আদালতের রায়কে স্বাগত জানিয়ে জনসচেতনতায় গুরুত্ব ধনকারের
এরপরেই আবার চিনা বাহিনীর তরফে খোঁজ খবর নেওয়া শুরু হয়। পিএলএ-র তরফে ওই সেনাকে কোথায় রাখা হয়েছে তা জানতে চাওয়া হয়। ভারত জানায়, “প্রোটোকল মেনে চুশূল-মোল্ডো পয়েন্টে পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র আটক সেনাকে চিনের হাতে তুলে দেওয়া হবে।” আর তেমন ভাবে মঙ্গলবার রাতেই আটক হওয়া চিনা সেনাকে ফিরিয়ে দিল ভারত।
তবে সেনা সূত্রে জানানো হয়, ওই সৈনিক যদি পথ হারিয়ে ঢুকে পড়ে থাকে তা হলে তাঁকে দেশে ফেরত পাঠানো হবে। চরবৃত্তির কোনও প্রমাণ পেলে সেই অনুযায়ী পদক্ষেপ করবে ভারতীয় বাহিনী। পরের দিন অবশ্য তাঁকে ফেরত পাঠাল ভারত।