মুসলিম কট্টরপন্থীদের উপদ্রব কমাতে আরও কড়া ফ্রান্স, সমর্থনে ভারতে টুইটার জুড়ে #IStandWithFrance

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: কট্টরপন্থীদের উপদ্রব কমাতে আরও কড়া ফ্রান্স। ফ্রান্সকে সমর্থন করতে টুইটার জুড়ে #IStandWithFrance ট্রেন্ডিং করল ভারতীয়রা। এরআগেও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর জানিয়েছিলেন যে, ইসলাম ধর্মের জন্যই আজ পুরো দেশ চরম সমস্যার সম্মুখীন। ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল মাক্রোঁ বিশ্বজুড়ে সন্ত্রাস নিয়ে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেন। তিনি জানিয়ে দিয়েছিলেন যে, ইসলাম ধর্মের জন্যই গোটা বিশ্ব সন্ত্রাসের সম্মুখীন। তিনি ভাষণ দেওয়ার সময় ইসলামিক কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়াই করার কথা বলেন।
সম্প্রতি ফ্রান্সে নবী মহম্মদের একটা কার্টুন চিত্র আঁকার জন্য শিক্ষকের গলা কেটে হত্যা করা হয়েছিল। এরপর থেকেই মুসলিমদের প্রতি আরও কট্টর হয়ে ওঠে ফ্রান্স। ইসলামিক কট্টরপন্থীদের এমন উপদ্রবের পর ফ্রান্সের সরকার একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে। প্রথমত গ্রান্ড মসজিদ সহ একাধিক মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ইমানুয়েল ম্যাক্রোর নেতৃত্বে ফ্রান্সের সরকার কট্টরপন্থীদের দমনে বিশ্বকে পথ দেখতে শুরু করেছে।
Europe began the concept of secularism, now it is facing the worst religious fundamentalism in their own country.
Whole europe has to end this fake secularism and re-evaluate its immigrant policy & take stringent actions against them.
#IAmWithFrance pic.twitter.com/74HS6ngmaw— CA Ashutosh Soni (@CA_AshutoshSoni) October 27, 2020
[আরও পড়ুন- ফের লকডাউন ফ্রান্স ও জার্মানিতে…করোনার দ্বিতীয় ঢেউ রুখতে সিদ্ধান্ত সরকারের]
ফ্রান্সের মুসলিমদের প্রতি এই কঠোর সিদ্ধান্তে মুসলিম দেশগুলি আক্রোশ প্রকাশ করেছে। পাকিস্তান, তুর্কি, বাংলাদেশের মতো মুসলিম দেশগুলি জনগণ ফ্রান্সকে বয়কটের ডাক দিয়েছে। মুসলিম সমাজ ফ্রান্সের পণ্য বয়কট করার দাবি তুলেছে।
#IamWithFrance as its with truth.
— Vikas Pandey (@MODIfiedVikas) October 26, 2020
অন্যদিকে ফ্রান্স সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে ভারতীয়রা। ভারতীয়রা ফ্রান্সের সরকারের সিদ্ধান্ত এর সমর্থন জানাতে #IStandWithFrance টুইটারে টেন্ড করিয়েছে।
I am with France
Jai Shree ram 🙏 #IAmWithFrance pic.twitter.com/jqpPzy75fk— Shivalika Ambani BJPYM (@shivalika_INDIA) October 27, 2020
ফ্রান্স ও ইমানুয়েল ম্যাক্রোকে সমর্থন জানাতে কেউ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এমানুয়েল মাক্রোঁর ছবি পোস্ট করেছে আবার কেউ এমানুয়েল মাক্রোঁকে রাম ভক্ত হিন্দু সাজিয়ে পোস্ট করেছেন।