বিশ্বকে সবচেয়ে সস্তা ও নিরাপদ টিকা দেবে ভারত, স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা কাঁটায় জর্জরিত গোটা বিশ্ব। কবে ভ্যাকসিন মিলবে সেই নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। এরই মাঝে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিলেন যে, বিশ্বকে সবচেয়ে সস্তা ও নিরাপদ টিকা দেবে ভারত। ব্রিটেন ইতিমধ্যেই অনুমোদন দিয়েছে মডার্নার করোনা প্রতিষেধককে। এবার ভারতেও করোনা প্রতিষেধক বিতরণের পরিকল্পনা শুরু করল কেন্দ্র। ভ্যাকসিনের দাম স্থির করতে রাজ্যের সঙ্গে কথা বলা শুরু করেছে কেন্দ্র এমনটাই জানালেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সর্বদলীয় বৈঠকে তিনি বলেছেন, “আমাদের বিজ্ঞানীরা করোনা (COVID-19) প্রতিষেধকের সফলতা নিয়ে আশাবাদী। সারা বিশ্ব আমাদের উপর নজর রেখেছে।” নমোর কথায়, “ভারতের করোনা প্রতিষেধকই হতে পারে সবচেয়ে সস্তায় সফল প্রতিষেধক।” সর্বদলীয় বৈঠকে নরেন্দ্র মোদী জানিয়েছেন, প্রথম করোনা প্রতিষেধক পাবেন স্বাস্থ্যকর্মীরা। তারপর গুরুতর অসুস্থ বয়স্করা পাবেন প্রতিষেধক। এদিনের সর্বদলীয় বৈঠকে বিভিন্ন দলের মোট ১২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাঁদের সামনে নরেন্দ্র মোদী জানান, দেশের করোনা প্রতিষেধক উৎপাদনের বৃহৎ পরিকাঠামো রয়েছে। করোনা প্রতিষেধকের দাম ঠিক করার জন্য ইতিমধ্যেই রাজ্যের সঙ্গে কথাবার্তা শুরু করেছে কেন্দ্র। সর্বদলীয় বৈঠকে মোদির সঙ্গে উপস্থিত ছিলেন কংগ্রেসের গোলাম নবি আজাদ, অধীর চৌধুরী, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ বাকি শীর্ষ নেতারা।
সরকারের পক্ষে মোদি ছাড়াও এই সর্বদলীয় বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন-সহ বেশ কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী। প্রসঙ্গত, বর্তমানে করোনা আক্রান্তর নিরিখে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৯৫ লক্ষ ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন ১ লক্ষ ৩৯ হাজারেরও বেশি মানুষ।