fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

লাদাখে আর্মি চিফ, প্রশংসার সঙ্গে দিলেন প্রস্তুত থাকার নির্দেশ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভারত-চিন সংঘর্ষ পর এই প্রথম লাদাখে পা রাখলেন ভারতীয় সেনাপ্রধান এমএম নারাভানে। যেকোনো রকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পাশাপাশি  পিছনে না হঠার নির্দেশও দেন তিনি।

লাদাখ গিয়ে ভারত চিন প্রকৃত নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখলেন সেনাপ্রধান এম এম নারভানে৷ একই সঙ্গে বাহিনীর জওয়ানদের সঙ্গে দেখা করে তাঁদের সাহসিকতারও প্রশংসা করে মনোবল আরও বাড়ানোর চেষ্টা করেন সেনাপ্রধান৷ ভারতীয় সেনার পক্ষ থেকেই এ খবর জানানো হয়েছে৷

মঙ্গলবারই লাদাখ পৌঁছেছিলেন সেনাপ্রধান৷ লেহ-এর সামরিক হাসপাতালে গিয়ে চিনের বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত জওয়ানদের সঙ্গেও দেখা করেন তিনি৷ এ দিন লাদাখের আশপাশে ফরওয়ার্ড বেসগুলিতে গিয়ে জওয়ানদের সঙ্গে দেখা করেন সেনাপ্রধান৷ লাদাখ সীমান্তে এখন কী পরিস্থিতি রয়েছে, সেনা সিনিয়র অফিসারদের থেকে তাও বুঝে নেন সেনাপ্রধান৷ বাহিনীর জওয়ানদের একই রকম সাহসিকতা এবং মনোবল নিয়ে কাজ করার জন্যও উৎসাহিত করেন তিনি৷

Related Articles

Back to top button
Close