অসমগুরুত্বপূর্ণদেশহেডলাইন
উপত্যকায় প্রথমবার মোতায়েন সেনার নারী ব্রিগেড, লড়াইয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ার লক্ষ্যে ‘Rifle women unit’
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার যুদ্ধক্ষেত্রেও অস্ত্র হাতে সরাসরি মাঠে নামলো নারীরা। অন্য কোথাও না তাও একেবারে কাশ্মীরে মোতায়েন হল ‘রাইফেল উইমেন’।
কাশ্মীরের স্থানীয়দের মধ্যে ভারতীয় সেনাবাহিনী সম্পর্কে ইতিবাচক ধারণা ও মনোভাব তৈরি করতে মহিলা সেনাদের মোতায়েন করা হয়েছে বলে জানানো হয়েছে আসাম রাইফেলস এর পক্ষ থেকে। কর্তব্যের পাশাপাশি স্থানীয় দের সঙ্গে আলাপচারিতা বার্তালাপ, হাসিমুখে মিশে যাওয়ার মতন ব্যবহার পতাকা ভারতীয় সেনায় ইতিবাচক মনোভাব তৈরিতে সাহায্য করবে। বুধবার টুইটার মারফত এমনটাই জানিয়েছে আসাম রাইফেলস।
রাইফেল উইমেন আসাম রাইফেলস এর অন্তর্গত একটি বহু পুরনো ইউনিট বলে পরিচিত।