fbpx
আন্তর্জাতিকআমেরিকাগুরুত্বপূর্ণহেডলাইন

বিবেক মূর্তি ও অরুণ মজুমদার, বাইডেন ক্যাবিনেটেও থাকছে ভারত

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: নির্বাচন জিতেই বাইডেন জানিয়েছিলেন, তাঁর ক্যাবিনেটে বৈচিত্র‌্য থাকবে অনেক। এবার সেই ইঙ্গিতই মিলছে। দু’‌টি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে, সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ক্যাবিনেটে জায়গা পেতে পারেন ভারতীয় বংশোদ্ভুত বিবেক মূর্তি এবং অরুণ মজুমদার।
বাইডেনের করোনা বিষয়ক উপদেষ্টা দলের অন্যতম সদস্য হলেন মার্কিন সার্জেন জেনারেল বিবেক মূর্তি। প্রচারে প্রায়ই ৪৩ বছরের মূর্তিকে করোনা নিয়ে বাইডেনকে তথ্য জোগাতে দেখা গেছে। মনে করা হচ্ছে, সেক্রেটার অফ হেলথ এবং হিউম্যান সার্ভিস পদে বসানো হবে এই ভারতীয় বংশোদ্ভুতকে।

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন অরুণ মজুমদার। ২০০৯ সালেই তাঁকে এনার্জি ডিরেক্টর পদে মনোনীত করেন প্রেসিডেন্ট ওবামা। ২০১২ সালে তাঁকে সম্মতি দেয় সেনেট। তারপর এবার জো বাইডেন প্রেসিডেন্ট হয় তাকে সেক্রেটারি অফ এনার্জি পদে নিয়োগ করলেন। বিবেক মূর্তিকেও কেউ প্রথম মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট ওবামা।

Related Articles

Back to top button
Close