গুরুত্বপূর্ণদেশহেডলাইন
রাজস্থানে ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান, মৃত ২ পাইলট

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান মিগ ২১ ফাইটার। রাজস্থানের বারমেরের ভিমরার কাছে ভেঙে পড়ে এই যুদ্ধ বিমানটি। পড়ার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় দুজন পাইলট মারা গিয়েছেন বলে খবর।
বৃহস্পতিবার রাত ৯টা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায়। চারিদিকে রয়েছে বিমানের ধবংসাবশেষ। খবর পেয়ে জেলা কালেক্টর, পুলিশ সুপার এবং বায়ুসেনার আধিকারিকরা সেখানে পৌঁছে গিয়েছেন।
ঘটনার খোঁজ নিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানে ১৫ ফুট গর্ত হয়ে গিয়েছে মাটিতে।