চাপে চিন! দক্ষিণ চিন সাগরে এবার যুদ্ধ জাহাজ মোতায়েন করল ইন্ডিয়ান নেভি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ভূখন্ড ছাড়িয়ে এবার কি লড়াই সমুদ্রেও? চিনের বিরুদ্ধে নিজেদের সেনাকে তৎপর রাখছে ভারত। একদিকে যখন লাদাখে ভারতীয় বায়ুসেনার শক্তি বাড়ানো হচ্ছে, অন্যকে তখন দক্ষিণ চিন সাগরে যুদ্ধজাহাজ পাঠাল ভারতীয় নৌসেনা। ভারতের এই পদক্ষেপ নিয়ে প্রশ্নও তুলেছে চিন। দ্বিপাক্ষিক বৈঠকে সেই কথা তোলা হয়েছে। যদিও নিজেদের সিদ্ধান্ত থেকে সরতে নারাজ ভারত।জানা গিয়েছে, গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ানে সংঘর্ষের পর থেকেই এই পদক্ষেপ শুরু করেছে ভারত। ২০০৯ সাল থেকে দক্ষিণ চিন সাগরে নিজেদের নৌবহর মজুত রাখে ভারত। কিন্তু সম্প্রতি তা অনেকটাই বেড়েছে। এই ঘটনার বিরোধিতা করেছে চিন।
দক্ষিণ চিন সাগরে নিজেদের নৌবহর মোতায়েন রেখেছে আমেরিকাও। ভারতীয় নৌসেনা ও মার্কিন নৌসেনা, ক্রমাগত নিজেদের মধ্যে যোগাযোগ রেখে চলেছে। অর্থাৎ দক্ষিণ চিন সাগরে এই মুহূর্তে চিনের সামনে দুই শত্রু দেশের নৌবহর দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনা অস্বস্তি বাড়িয়েছে তাদের।
ঠিক একই সময়ে মালাক্কা প্রণালী ও আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছেও নিজেদের নৌবহর মোতায়েন রেখেছে ভারত। এই পথ দিয়েই ভারত মহাসাগরে মাঝেমধ্যেই প্রবেশ করে চিনের নৌবাহিনী। তাই চিনা নৌবাহিনীর উপর নজর রাখতেই এই পদক্ষেপ নিয়েছে ভারত।
সূত্রের খবর, ভারতীয় নৌসেনা সবরকমের পরিস্থিতির জন্য তৈরি রয়েছে। ভারত মহাসাগরে যে কোনও ধরনের চাঞ্চল্য দেখা দিলে যাতে তার জবাব দেওয়া যায় তার জন্যই নিজেদের প্রস্তুত রাখছে ভারত। শুধু নিজেদের সুরক্ষা নয়, চিনকে চাপে রাখার জন্যও দক্ষিণ চিন সাগরে নিজেদের