আন্তর্জাতিকআমেরিকাগুরুত্বপূর্ণহেডলাইন
কে এই ভারতীয় বংশোদ্ভূত? যিনি মার্কিন ফার্স্টলেডির নীতি নির্ধারণ করবেন?

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের নীতি নির্দেশক হলেন ভারতীয় বংশোদ্ভূত মালা এডিগা। শুক্রবারই তাঁকে নিয়োগ করেছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
জো–কমলার ভোট–প্রচারে এডিগা ছিলেন অন্যতম পরামর্শদাতা। বাইডেন ফাউন্ডেশনের হায়ার এডুকেশন অ্যান্ড মিলিটারি ফ্যামিলিস বিভাগের অধিকর্তা ছিলেন তিনি। ২০০৮ সাল বারাক ওবামা নির্বাচনী প্রচার পরিচালনার অংশ ছিলেন তিনি। ওবামা প্রশাসনে সহযোগী অ্যাটর্নি জেনারেলের পরামর্শদাতা ছিলেন।
এছাড়া বারাক ওবামার আমলে সরকারের শিক্ষাগত কর্মসূচির বিভিন্ন দিক, মহিলা সংক্রান্ত নীতি, মানবাধিকারের মতো বিষয়গুলি দেখভালের দায়িত্ব ছিল তাঁর উপরে।
শুক্রবার মালা এডিগা ছাড়াও হোয়াইট হাউসে তাঁর ক্যাবিনেটের তিন গুরুত্বপূর্ণ পদের জন্য নাম ঘোষণা করেছেন বাইডেন।