fbpx
খেলাহেডলাইন

পিতৃ বিয়োগ অসি সফররত টিম ইন্ডিয়া পেসার মোহাম্মদ সিরাজের

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণ হয়েছে। অস্ট্রেলিয়া সফরের মতো হাইপ্রোফাইল টুর্নামেন্টে ডাক পেয়েছেন মেন–ইন–ব্লুর হয়ে খেলার জন্য। অভিষেক অবশ্য আগেই হয়েছিল। কিন্তু ছেলের এহেন সাফল্য বেশিদিন দেখে যেতে পারলেন না মহম্মদ সিরাজের বাবা মহম্মদ ঘাউস। মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হলেন তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। ফুসফুসে সংক্রমণ ছিল তাঁর।

সিরাজ যেদিন কেকেআরের বিরুদ্ধে দুর্দান্ত বোলিং করে শিরোনামে এলেন, তার ঠিক একদিন আগে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁর বাবাকে। তারপর থেকে আর পুরোপুরি সুস্থ হয়ে ওঠা হয়নি ৫৩ বছরের ঘাউসের। হাসপাতালের বিছানা থেকেই ছেলেকে বলেছিলেন, ‘‌লোকে আমাকে বলছে, তোমার ছেলে খুব ভাল খেলছে। টিভিতে, পেপারে সব জায়গায় তোমার নাম দেখে খুব ভাল লাগছে।’‌
শুক্রবার তাঁর প্রয়াত হওয়ার খবর যায় অস্ট্রেলিয়ায়।

সেসময় ভারতীয় দলের অনুশীলন চলছিল। অনুশীলন করছিলেন সিরাজ নিজেও। তিনি হয়তো ভাবতেও পারেননি, তাঁর জন্য এত বড় দুঃসংবাদ অপেক্ষা করছে। সিরাজকে খবরটা দেন কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলি। সমস্যা হল অস্ট্রেলিয়ার কোয়ারেন্টিনের নিয়মের জন্য খবর পাওয়ার পরও বাবার শেষকৃত্যে আসতে পারলেন না সিরাজ।

Related Articles

Back to top button
Close