রামমন্দিরের আদলে তৈরি হবে অযোধ্যা স্টেশন
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: রামমন্দিরের শিলান্যাস হয়ে গেছে। এবার রামমন্দিরের আদলে হতে চলেছে অযোধ্যা স্টেশন। রামমন্দিরের মতন যাত্রীদের জন্য সাজানো হচ্ছে অযোধ্যা ষ্টেশন। এই ঝাঁ চকচকে স্টেশনে অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকবে। এই স্টেশন তৈরি করা হবে পুরোপুরি রামমন্দিরের মতন। পাশাপাশি প্রায় ১৫ টি টিকিট কাউন্টার তৈরি করা হবে। প্রথম শ্রেণি, দ্বিতীয় শ্রেণি, জেনারেল এবং লেডিস ওয়েটিং রুম তৈরি করা হবে। দুটি ফুট ব্রিজ তৈরি করা হবে। এছাড়া ফুড প্লাজা, সহ বেশ কিছু খাবারের আউটলেট তৈরি করা হবে। পাশাপাশি এই স্থানকে দ্রুত জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে যোগী সরকার। এছাড়াও যাত্রীদের কথা ভেবে ট্যাক্সি স্ট্যান্ড, ভিআইপি লাউঞ্জ সহ বেশ কিছু কায়গা তৈরি করা হবে।
[আরও পড়ুন- পৈতৃক সম্পত্তির সমান উত্তরাধিকারী মেয়ে সন্তানরাও: সুপ্রিম কোর্ট]
ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, লখনউ, বারানসী সহ আশেপাশের সব জায়গার সঙ্গে অযোধ্যাকে যুক্ত করা হবে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে কয়েক কোটি অর্থ। আগামী ২০২১ সালের মধ্যে এই কাজ শেষ হয়ে যাবে। উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশকের লড়াইয়ের পর অয্যোধ্যাতে তৈরি হচ্ছে রাম মন্দির। কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন পূরণ হতে চলেছে। এই মন্দিরের ভূমি পুজোয় এসেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসেছিলেন উত্তরপ্রদশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ।