fbpx
কলকাতাদেশহেডলাইন

ভারতীয় রেলের ২০৩০ এ কার্বন নিঃসরণ শূণ্য হবে, টুইট পীযূষ গোয়েলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় রেল আগামী এক দশকে কার্বন নিঃসরণ শূণ্যে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নিলো। কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল বুধবার সন্ধ্যায় টুইট করে এ কথা জানিয়েছেন। তিনি টুইটে লিখেছেন, ‘ ২০৩০ এর মধ্যে নেট জিরো রেলওয়ে হবে। ভারতীয় রেলে কার্বন নিঃসরণ শূণ্য হয়ে যাবে।’ তিনি আরও লিখেছেন, ‘ প্রতি বছর ৮০০ কোটি যাত্রী ও ১২০ কোটি টন পণ্য পরিবহন করে ভারতীয় রেল। পৃথিবীতে প্রথম এই মাপের রেল সম্পূর্ণ ‘ গ্রিন’ হয়ে উঠবে।’

কার্বন নিঃসরণ কমানোর জন্য ডিজেল ইঞ্জিনের ব্যবহার কমিয়ে সম্পূর্ণ বৈদ্যুতিকরণের পথে যেতে হবে রেলকে। এই প্রসঙ্গে রেলমন্ত্রী টুইটে লিখেছেন, ‘ ২০২৩ এর ডিসেম্বরের মধ্যে ভারতীয় রেল ১০০ শতাংশ বৈদ্যুতিক হয়ে উঠবে। বিশ্বে প্রথম এতো বড়মাপের রেল পরিষেবা পুরোপুরি ইলেকট্রিক নির্ভর হবে।’

আরও পড়ুন: সব জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটির পুরসভার প্রশাসক পদে বসছেন বিধায়ক নির্মল ঘোষ

নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী, ২০১৪য় ভারতীয় রেল কার্বন নিঃসরণ করেছিল ৬৮ লক্ষ ৪০ হাজার টন। এই কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যেই গত বছরেই কয়লা ও ডিজেলের নির্ভরতা কমিয়ে বৈদ্যুতিকরণের পথে হাঁটার লক্ষ্যমাত্রা নিয়েছিল রেল। বৈদ্যুতিক ব্যবস্থা চালু হলে ট্রেনের গড় গতি বাড়বে ১০ থেকে ১৫ শতাংশ। পাশাপাশি পরিবেশবান্ধব হয়ে উঠবে ভারতীয় রেল।

Related Articles

Back to top button
Close