ইউক্রেনে গুলিবিদ্ধ ভারতীয় পড়ুয়া

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ নবীন শেখরাপ্পার মৃত্যু ইউক্রেনে আটক ভারতীয়দের মধ্যে আতঙ্ক বাড়িয়েছিল। এবার ফের গুলিবিদ্ধ হলেন অপর এক ভারতীয়। ভর্তি হাসপাতালে। আজ শুক্রবা ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় ওই ভারতীয় ছাত। কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে আসার পথে গুলিবিদ্ধ হন তিনি।তাকে মাঝ পথ থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে কিয়েভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে। ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভিকে সিংহ শুক্রবার এই বিষয়টি সাংবাদিকদের জানান।
তবে আহত ওই ছাত্রের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি।
গত ২৪ ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের নরকে পরিণত হয়েছে খারকিভ। শহরের অধিকাংশ বাসিন্দাই ভুক্তভোগী। বাড়িতে থেকেও নিরাপদে নেই।যে এই বুঝি জীবন টা শেষ হয়ে গেল।
অধিকাংশ নাগরিক খারকিভ থেকে পালাতে শুরু করেছে। রুশ হামলায় কমপক্ষে ৩০টি বাড়ি ধ্বংসস্তূপের আকার নিয়েছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত বুধবার থেকে খারকিভের আবাসিক এলাকাগুলোতে রাতভর নির্বিচারে গোলাগুলি চলছে।
পরিবারগুলো তাদের সন্তানদের রক্ষায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। শিশুদের নিয়ে যাওয়ার গাড়িগুলোতে ‘শিশু’ লিখে রাখা হয়েছে।