fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

​দেশে একদিনে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭৫ হাজার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক:  ভারতে করোনা সংক্রমণের দাপট অব্যাহত। তবে এবার সংখ্যা যথেষ্ট উদ্বেগজনক। ফের করোনার গ্রাফ উর্দ্ধমুখী। মাঝে কয়েকদিন দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী থাকলেও বৃহস্পতিবার লাফিয়ে বাড়ল দেশের পরিসংখ্যান। একলাফে ৭৫ হাজার পার করল দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা। এখনও পর্যন্ত একদিনের নিরিখে এটাই সর্বাধিক।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ৭২০ জন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৩ লক্ষের গণ্ডি। তবে এর মধ্যে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৭ লক্ষ ২৫ হাজার ৯৯১। সুস্থ হয়েছেন ২৫ লক্ষ ২৩ হাজার ৭৭২ জন। মোট মৃতের সংখ্যা দেশে ৬০ হাজার ৪৭২। তবে সুস্থতার হার ঊর্ধ্বমুখী দেশে। ৭৬.২৪ শতাংশ সুস্থতার হার আশা জোগাচ্ছে সাধারণ মানুষকে।

গত ২৪ ঘণ্টায় দেশে মৃতের সংখ্যাটাও বেশ উদ্বেগজনক। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১ হাজার ২৩ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ হাজার ৪৭২।

 

 

 

 

 

 

Related Articles

Back to top button
Close