fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

দীপাবলির আগে ভারতের অর্থনীতিতে উত্থান, বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে ৮ বিলিয়ন ডলারের বৃদ্ধি

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দীপাবলির আগে ভারতের অর্থনীতিতে উত্থান। ১ সপ্তাহে বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে ৮ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে। ৬ নভেম্বর শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রা ভাণ্ডার ৫৬৮.৪৯ বিলিয়ন ডলারের নতুন স্তরে পৌঁছে গিয়েছে। আরবিআই দ্বারা  জারি হওয়া এক তথ্যে জানা গিয়েছে যে,  গত ৩০ অক্টোবর দেশে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ১৮.৩ কোটি ডলার বেড়ে ৫৬০.৭১৫ বিলিয়ন ডলার হয়েছে। দেশের আন্তর্জাতিক মুদ্রাকোষে পাওয়া বিশেষ উইথড্রল অধিকার ৭০ লক্ষ ডলার বেড়ে ১.৪৪৮ বিলিয়ন ডলার হয়ে গেছে। বিদেশী মুদ্রা ভাণ্ডারে বৃদ্ধি যেকোনো দেশের অর্থনীতির জন্য সুখবর। আর গত ১ সপ্তাহে তাই হয়েছে ভারতে।

আরও পড়ুন- আলোর উৎসবে মাটির প্রদীপ জ্বালানোর বার্তা সর্বার

বিশেষজ্ঞরা মনে করছেন যে, ডলারের মাধ্যমে গোটা বিশ্বের সঙ্গে ব্যবসা চলে। এই বিদেশী মুদ্রা ভাণ্ডার বেড়ে যাওয়ায় ভারত এখন আরও বেশি আমদানি করতে পারবে। রিজার্ভ ব্যাঙ্কের তথ্য অনুযায়ী, এফসিএ এ সময়ে $ 6.403 বিলিয়ন ডলার বেড়ে 522.742 বিলিয়ন ডলারে পৌঁছেছে।  একই সময় দেশে আইএমএফের কাছে জমা মুদ্রা ভাণ্ডার ৪ কোটি ডলার বেড়ে ৪.৬৭৬ বিলিয়ন ডলার হয়ে গিয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close