মিশন Australia, PPE কিট নিয়ে রওনা হল Team India

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার মিশন অস্ট্রেলিয়া। লম্বা সফরের জন্য দুবাই থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। ভারতীয় সময় বুধবার রাতে টেস্ট, ওয়ানডে এবং টি–২০ সিরিজের দল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিয়েছে। গতকাল রাতে নিউ নর্ম্যালে পিপিই পরিহিত টিম ইন্ডিয়ার ছবিও টুইট করা হয়েছে বিসিসিআইয়ের টুইটার হ্যান্ডেল থেকে। এক বায়ো বাবল থেকে বেরিয়ে আরেক বায়ো বাবলে প্রবেশ করবেন ক্রিকেটাররা। তবে,
অস্ট্রেলিয়াগামী এই দলে যোগ দেওয়া হয়নি রোহিত শর্মার। সদ্য আইপিএল ফাইনালে অর্ধশতরান করা রোহিত নাকি এখনও আনফিট।
রোহিত শর্মার ফিটনেস নিয়ে জল্পনা কম হয়নি। সব জল্পনার অবসান ঘটিয়ে আইপিএলের প্লে–অফ এবং ফাইনালে খেলেছেন তিনি। এবং ফাইনালে বেশ সাবলীলভাবে অর্ধশতরানের ইনিংস খেলেছেন হিটম্যান। তবে, বিসিসিআইয়ের মেডিক্যাল টিম রোহিতকে নিয়ে কোনও ঝুঁকি নিতে নারাজ। তাকে সীমিত ওভারের ক্রিকেটে না খেলিয়ে একেবারে টেস্ট সিরিজের জন্য পাঠানো হবে। আপাতত তিনি দেশে ফিরে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব করবেন। রোহিত অসি সফরের দলের সঙ্গে না গেলেও চোট নিয়ে সংশয়ে থাকা ঋদ্ধিমান সাহা এবং মায়াঙ্ক আগরওয়াল সিডনি উড়ে গিয়েছেন। চোটের জন্য অস্ট্রেলিয়া যেতে পারলেন না প্রথমবার জাতীয় দলে ডাক পাওয়া বরুণ চক্রবর্তী। তাঁর বদলে অসি সফরে গেলেন টি নটরাজন।