fbpx
ক্রিকেটখেলাগুরুত্বপূর্ণহেডলাইন

স্লো ওভার রেট! সিডনি ম্যাচের ২০ শতাংশ জরিমানার মুখে কোহলি ব্রিগেড

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়াতে চরম বেকায়দায় টিম ইন্ডিয়া। প্রথম একদিনের ম্যাচে শুধু ৬৬  রানে হার নয়, জরিমানাও অপেক্ষা করেছিল ভারতীয় দলের জন্য। স্লো ওভার রেটের জন্য পুরো দলের ম্যাচ ফি–র ২০ শতাংশ কেটে নেওয়া হল।শনিবার আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, বিরাট কোহলি ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন স্লো ওভার রেটের জন্য। তাই কোনও শুনানির প্রয়োজন নেই। শুক্রবারের এই ম্যাচের রেফারি ডেভিড বুনের দেওয়া রিপোর্ট অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে ভারত ১ ওভার কম বল করেছে। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যতগুলি ওভার কম বল করা হবে তত ওভার প্রতি ম্যাচ ফি’‌র ২০ শতাংশ কেটে নেওয়া হবে। ভারত যেহেতু ১ ওভার কম করেছে তাই তাদের ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে।

রবিবার সিডনিতে দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে দলকে শুধু যে পারফরম্যান্সের দিকে নজর দিতে হবে তাই নয়, মাথায় রাখতে হবে এই ওভার রেটের কথাও। এদিনের জন্য ক্ষমা চেয়ে নেওয়ায় বড় শাস্তির মুখে পড়তে হয়নি দলকে। কিন্তু রবিবার একই ভুল করলে আইসিসির নিয়ম অনুযায়ী শাস্তির পরিমাণ কিন্তু বাড়বে। তাই আরও বেশি সতর্ক থাকতে হবে বিরাটকে।

Related Articles

Back to top button
Close