fbpx
খেলাহেডলাইন

করোনা! শ্রীলঙ্কা সফর নিয়ে এখনই সিদ্ধান্ত নয়,BCCI

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: অতিমারী করোনার জন্য পিছিয়ে গেল ভারত শ্রীলঙ্কাা একদিনের সিরিজ। মঙ্গলবার এমনটাই জানানো হয় বিসিসিআইয়ের পক্ষ থেকে। আগামী জুলাইতে তিনটি একদিনের ম্যাচ সহ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ সিরিজ খেলার কথা ছিল শ্রীলংকার বিরুদ্ধে। কিন্তু অতিমারির সংকটে সে বিষয়ে কোনো সবুজসংকেত না পাওয়ায় এখনই সিরিজ আয়োজনের পক্ষে নয় বিসিসিআই।

অর্জুন সিং ধুমাল বোর্ডের পক্ষ থেকে দিন জানান যে বিশ্বভ্রমণের ধাক্কা জারি থাকায় এখনই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ভারতের পাশাপাশি বাংলাদেশও শ্রীলঙ্কা সঙ্গে তিনটি টেস্ট ম্যাচের সিরিজ ও বাতিল ঘোষণা করেছে সম্প্রতি। বাংলাদেশের পরিস্থিতি সংকটজনক হওয়ায় কোয়ারান্টাইন ও অন্যান্য নিষেধাক্কা মেনে চলছে ক্রিকেটাররা এমনটাই জানানো হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য, বিশ্বজুড়ে করোনা আবহে ইতিমধ্যে ও ঘরের মাটিতে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি হোম সিরিজ বাতিল করেছে শ্রীলঙ্কা

Related Articles

Back to top button
Close