যুগশঙ্খের প্রতিবেদনের জের, ঝুপড়ি ভেঙে ঘর তৈরি দুধুন্ডার আদিবাসী মহিলার

মৃন্ময় বসাক, হেমতাবাদ: যুগশঙ্খের প্রতিবেদনের জেরে ঝুপড়ি থেকে বসবাসের যোগ্য ঘর পেতে চলেছে হেমতাবাদে দুধুন্ডা এলাকার আদিবাসী মহিলা বুধনি মার্ডি। ইতিমধ্যে ব্লক প্রশাসন মাটির দেওয়ালের ওপারে ত্রিপাল দেওয়া ঝুপড়ি ঘর ভেঙে টিনের ঘর তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছে। পাশপাশি ব্লক প্রশাসনের পক্ষথেকে দেওয়া হয়েছে খাদ্য সামগ্রী।
উলেক্ষ্য, হেমতাবাদ ব্লকের দুধুন্ডা এলাকার আদিবাসী পাড়ার বাসিন্দা বুধনী মার্ডি দীর্ঘ কয়েক বছর ধরে একটি ঝুপড়ি ঘরে বসবাস করত। প্রশাসনের কাছে আবেদন জানিয়েও কোনো ঘর পাইনি বলে অভিযোগ করে বুধনী মার্ডী। এরপর ২৭ আগস্ট যুগশঙ্খ পত্রিকায় ওই মহিলার অসহায় পরিস্থিতির খবর প্রকাশ করা হয়। এরপরেই উদ্যোগী হয় ব্লক প্রশাসন। ওই আদিবাসী মহিলার বাড়িতে জান হেমতাবাদ ব্লকের জয়েন বিডিও আবীর দত্ত সহ একটি প্রতিনিধি দল। ওই মহিলার হাতে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী পাশাপাশি দেওয়া হয় ঘর তৈরির আশ্বাস।
হেমতাবাদ ব্লকের বিডিও পৃথ্বীস দাস জানিয়েছে, ব্লক প্রশাসনের পক্ষথেকে ইতিমধ্যে উদ্যোগ নিয়ে ঘর তৈরির কাজ শুরু করা হয়েছে। প্রথমিক ভাবে একটি টিনের ঘর তৈরি করে দেওয়া হচ্ছে। আগামীতে সরকারি ভাবে পাকা ঘর তৈরির পরিকল্পনা করা হয়েছে।
এই ব্যাপারে বিজেপির ১৭ নং হেমতাবাদ মন্ডল কমিটির সভাপতি প্রশান্ত কুমার ভৌমিক বলেন, বিডিও সাহেব উদ্যোগ নিয়ে ওই আদিবাসী মহিলার জন্য ঘর তৈরি করে দিচ্ছেন এর জন্য বিডিও সাহেবকে ধন্যবাদ জানান। আগামীতে ওই মহিলা যাতে সরকারী আবাস পায় সেই আবেদন করছি বিডিও সাহেবের কাছে।আমরা চাই প্রকৃত দুস্থরা সরকারি সুযোগ সুবিধা পাক।