fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সুন্দরবনে বাঁধ মেরামতির কাজ কাঁধে তুলে নিলেন আদিবাসী মহিলারা

শ‍্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সুন্দরবনে বাঁধ মেরামতির কাজ কাঁধে তুলে নিল আদিবাসী মহিলারা। সুন্দরবন বাঁচানোর লড়াই চালাচ্ছেন আদিবাসী অধ্যুষিত অঞ্চলের মানুষজন। বসিরহাট মহকুমার ন্যাজাট থানা সন্দেশখালি ২ নম্বর ব্লকের নেজাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেদেনী ও বিদ্যাধরী নদী বাঁধ ভেঙেছে আমফানের জেরে। জলবন্দি লাখেরও বেশি মানুষ বিশেষ করে ৫ নম্বর বাউনিয়া দক্ষিন আকড়াতলা, মেটেখালি, বয়ারমারী সহ বেশ কিছু গ্রাম এখনো জলের তলায়। এলাকা আদিবাসী অধ্যুষিত অঞ্চল তাই তাদের বিধায়ক সুকুমার মাহাতোকে কাছে পেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষ নদী বাঁধের কাজ শুরু করেছে। আজ সকাল থেকে যে যার মত বাড়ি থেকে ঝুড়ি-কোদালে নিয়ে নদীর ভিতর থেকে থেকে মাটি নিয়ে বাঁধের কাজে লেগেছে সঙ্গে হাত মিলিয়েছে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৭৯, প্রায় ২ মাস পর সর্বাধিক আক্রান্ত দেখলো দক্ষিণ কোরিয়া

বিশিষ্ট তৃণমূল নেতা অনল ভৌমিকরা বলেন, একটাই লক্ষ্য সুন্দরবন বাঁচানোর। এই ঘটনা জানতে পেরে সন্দেশখালি দু’নম্বর ব্লক এর বিডিও সুপ্রতিম আচার্য ঘটনাস্থলে যান, তাদেরকে উৎসাহ করেন। যেভাবে আমফান সুন্দরবনের সন্দেশখালি ব্লকের এইসব অঞ্চলগুলোতে ধ্বংসলীলা চালিয়েছে ।তাতে সবাইকে এগিয়ে আসতে হবে তাই দেরী না করে নিজেরাই বাঁধ মেরামতি কাজের দায়িত্ব নিয়ে নিলেন। আর তাদেরকে সঙ্গে নিয়ে সুন্দরবন মানুষের বাঁচানোর লড়াইয়ে নেমেছে বিধায়ক সুকুমার মাহাতো। একদিকে ম্যানগ্রোভ কে রক্ষা করা, অন্যদিকে বাঁধের কাজ পুরোপুরি শেষ করাই হলো মূল লক্ষ্য। এখনো সন্দেশখালি বহু নদী বাঁধের কাজ শেষ করা যায়নি। তাই প্রশাসন ও সুন্দরবনের মানুষ, বিধায়ক, মিলিতভাবে এই কাজে হাত লাগিয়েছে ।

Related Articles

Back to top button
Close