fbpx
আন্তর্জাতিকখেলাহেডলাইন

ইন্দোনেশিয়ার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে দুর্ঘটনা, মৃত 174

যুগশঙ্খ,  ওয়েব ডেস্ক :দুর্ঘটনা ঘটলো ইন্দোনেশিয়ার একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে। ম্যাচটি ছিল জাভার দুটি ক্লাবের মধ্যে। এটি ইন্দোনেশিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ। আরেমা ও পার্সিবায়া সুরাবায়ার মধ্যে ম্যাচটি ঘিরে ঘটে গেল তুলকালাম কান্ড। পূর্ব জাভার মালাং রিজেন্সিতে এই ম্যাচে পার্সিবায়া সুরাবায়া ৩-২ গোলে হারিয়ে দিল আরেমাকে। ঘটনার সূত্রপাত সেখান থেকেই। আরেমার কিছু সমর্থক হঠাৎ করেই মাঠে ঢুকে পড়েন। ঝামেলা এড়াতে পুলিশ কাঁদানে গ্যাস চালায় । দুই দলের ফুটবলারদের বেশিরভাগই ড্রেসিংরুমে ঢুকে যেতে সমর্থ্য হলেও আরেমার কিছু ফুটবলার মাঠেই রয়ে গিয়েছিলেন। পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ায় তাড়াহুড়ো করে স্টেডিয়াম থেকে বেরোতে গিয়ে পদপিষ্ট হয়ে এবং শ্বাসরুদ্ধ হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে। মালাং রিজেন্সির এক স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন, নিহতের সংখ্যা কমপক্ষে 174 । সেটি বাড়তেও পারে। বহু মানুষ হাসপাতালে ভর্তি। তাদের মধ্যে অনেকেই আশঙ্কাজনক।

প্রসঙ্গত ১৯৮০ সালের ১৬ই আগস্ট কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগান ইস্টবেঙ্গল ডার্বি ম্যাচ কে কেন্দ্র করে ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা। ১৬ টি প্রাণ সেদিন চলে গিয়েছিল।

 

Related Articles

Back to top button
Close