
যুগশঙ্খ, ওয়েবডেস্ক: পিএম কেয়ার্স ফান্ডে ট্রাস্টি নির্বাচিত হলেন শিল্পপতি রতন টাটা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মনোনীত প্রার্থী হয়েছেন তিনি। এছাড়াও ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন লোকসভার প্রাক্তন উপাধ্যক্ষ, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। পিএম কেয়ার্স ফান্ডের অন্যতম ট্রাস্টি হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
এদিন প্রধানমন্ত্রীর অফিস থেকে নতুন ট্রাস্টিদের স্বাগত জানানো হয়৷ পিএম কেয়ার্স ফান্ডের ট্রাস্টিদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বৈঠকে উপস্থিত ছিলেন রতন টাটাও৷
সূত্রের খবর, বিভিন্ন উন্নয়নমূলক খাতে পিএম কেয়ার্সের টাকা খরচ নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী৷ তারপরের দিনই পিএম কেয়ার্স ফান্ডের নতুন ট্রাস্টিদের নাম ঘোষণা করে প্রধানমন্ত্রীর দফতর৷ রতন টাটা ছাড়া নতুন ট্রাস্টিরা হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কে টি থমাস, লোকসভার প্রাক্তন উপাধ্যক্ষ কারিয়া মুন্ডা৷
আগামী দিনে পিএম কেয়ার্স ফান্ডের একটি অ্যাডভাইজরি বোর্ড তৈরি হতে চলেছে৷ সেই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য কারা হবেন তা গতকালের বৈঠকে ঠিক হয়৷ সেই তালিকায় আছেন প্রাক্তন আমলা রাজীব মেহঋষি, ইনফোসিসের প্রাক্তন চেয়ারপার্সন সুধা মুর্তি, পিরামল ফাউন্ডেশনের প্রাক্তন সিইও আনন্দ শাহ।