fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

সময়ের চেয়েও দ্রুতগতিতে বাড়ছে সংক্রমণ, ১৮ লাখের গণ্ডি পার করল আক্রান্তের সংখ্যা

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে করোনার প্রকোপ। এই সংক্রমণ রুখতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে প্রশাসনে কর্তা ব্যক্তি থেকে চিকিৎসকদের। ইতিমধ্যেই সংক্রমিতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে।
রবিবার রাতে সংক্রমিতের সংখ্যায় আরও এক লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। দেশে এই মুহূর্তে মারণ ভাইরাসে সংক্রামিতের সংখ্যা ১৮ লক্ষের গণ্ডি টপকে ১৯ লক্ষের দিকে এগিয়ে চলেছে।

পরিসংখ্যান ওয়েবসাইট ‘ওয়ার্ল্ডোমিটারের’ তথ্য অনুযায়ী, রবিবার রাত বারোটা পর্যন্ত দেশে নতুন করে আরও সংক্রমিত হয়েছেন ৫২ হাজার ৭৮৩ জন। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮ লক্ষ ৩ হাজার ৫০৭ জন। প্রাণ হারিয়েছেন ৭৫৮ জন প্রাণ হারিয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৮ হাজার ১২২ জনের। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ৭৯ হাজারের বেশি।

আরও পড়ুন:এবার করোনায় আক্রান্ত হলেন ইয়েদুরাপ্পা

দেশে সংক্রমণের শীর্ষে নিজের জায়গা ধরে রেখেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আরও সংক্রমিত হয়েছেন ৯ হাজার ৫০৯ জন। যার ফলে মোট সংক্রামিতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লক্ষ ৪১ হাজার ২২৮ জনে। মারণ ভাইরাসের ছোবলে আরও ২৬০ জনের মৃত্যু হওয়ার ফলে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার ৫৭৬ জনে। রাজ্যে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৪৮ হাজার ৫৩৭ জন।

মহারাষ্ট্রের পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ। আরও ৮ হাজার ৫৫৫ জনের শরীরে করোনা ভাইরাস তার থাবা বসিয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫৮ হাজার ৭৬৪ জন। গত ২৪ ঘন্টায় আরও ৬৭ প্রাণ কেড়েছে করোনা। এ নিয়ে মারণ ভাইরাসের বলি ১ হাজার ৪৭৪ জন।

তামিলনাড়ুতে গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত ৫ হাজার ৮৭৫ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৫৭ হাজার ৬১৩ জন। আক্রান্তদের মধ্যে রয়েছেন রাজ্যের রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতও। মারণ ভাইরাসে আক্রান্ত আরও ৯৮ জন প্রাণ হারানোয় মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৪ হাজার ১৩২ জনে।

Related Articles

Back to top button
Close