ভাতারে ট্রাক্টর-কন্টেনারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

দিব্যেন্দু রায়, ভাতার: ভাতারে ট্রাক্টর ও কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন ট্রাক্টরের চালকসহ ৪ আরোহী। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকার নরজা বাসস্ট্যান্ডের কাছে। পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়৷ পুলিশ কন্টেনার ও ট্রাকটিকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে ভাতারের দিকে আসছিল ওই ট্রাক্টরটি। তখন ট্রাক্ট্ররটিতে ছিলেন চালকসহ চারজন। বিপরীত দিক থেকে আসছিল কন্টেনারটি। নর্জা বাসস্ট্যান্ডের কাছাকাছি এলে কন্টেইনারটির সঙ্গে ট্রাক্ট্ররটির মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাক্টরের চালকসহ চারজনেই রাস্তার পাশে ছিটকে পড়ে। চারজনেই অল্পবিস্তর আহত হন। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। দুর্ঘটনার জেরে বর্ধমান- কাটোয়া রোড অবরুদ্ধ হয়ে পড়ে। পরে পুলিশ ট্রাক্টর ও কন্টেনারটিকে রাস্তা থেকে সরানোর ব্যাবস্থা করলে ঘন্টা খানেক পর অবরোধ মুক্ত হয়।