বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহার উদ্দোগে অভিনব বিজয়া সম্মিলনী নবদ্বীপে

শ্যামল কান্তি বিশ্বাস, কৃষ্ণনগর: সমাজের প্রায় আট শতাধিক প্রবীণা বৃদ্ধাদের উপস্থিতিতে নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা ওড়ফে নন্দ সাহার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান এবার অন্যমাত্রা পেল। চারবারের বিধায়ক নন্দবাবু জানালেন, বিধায়ক হওয়ায় অনেক আগে থেকেই নবদ্বীপ শহরের ১০ নম্বর ওয়ার্ডের বড়ো ভোজন আশ্রমে তিনি এই অনুষ্ঠানটি করে আসছেন। ধারাবাহিকতার পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে রুচি বোধের ও পরিবর্তন ঘটেছে।
[আরও পড়ুন- মানসিক অবসাদের জেরে আত্মহত্যা প্রাক্তন অধ্যাপকের]
প্রতিবছর বিজয়া দশমীর পর একাদশী তিথিতে এই অনুষ্ঠানটি হয়ে থাকে। এবারও করোনা অতিমারী আবহে সরকারি নিয়ম বিধি মেনেই অনুষ্ঠানের আয়োজন করেছিল বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা। প্রত্যেক প্রবীণা নাগরিককে আট রকমের মিষ্টি সহ পানীয় জলের বোতল, শীতবস্ত্র ও নগদ পঞ্চাশটি করে টাকা উপহার সহ সকলের পায়ে হাত দিয়ে প্রনামের মধ্য দিয়ে বিজয়া সারলেন বিধায়ক পুন্ডরীকাক্ষ ওড়ফে নন্দ সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রশাসন বিমান কৃষ্ণ সাহা সহ বি,ডি,ও অরুনাশীষ সরকার সহ স্থানীয় বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ।